29 C
আবহাওয়া
৪:০৬ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » গণভবনে গেলেন রওশন এরশাদ

গণভবনে গেলেন রওশন এরশাদ

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ

বিএনএ,ঢাকা:  জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন।

মঙ্গলবার(১২ ডিসেম্বর) দুপুরে তিনি গণভবনে যান বলে জাপা সূত্রে জানা গেছে।

এরআগে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ ও তার অনুসারী নেতারা।

এদিকে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তার সহকর্মীদের সঙ্গে স্বতন্ত্র ও প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ নেতাদের নির্বাচন নিয়ে অনির্ধারিত আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তখন বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কী করবে তার কোনো নিশ্চয়তা নেই।

জাতীয় পার্টি

অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে একাধিক বৈঠক করেছে জাতীয় পার্টির প্রতিনিধিরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অন্তত ৩০ থেকে ৩৫টি আসনে জয়লাভের নিশ্চয়তা চায়। তাছাড়া জাপাকে ছেড়ে দেয়া আসনে

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ‘আওয়ামী লীগের স্বতন্ত্র’ প্রার্থীকেও  প্রত্যাহার করার দাবিতে অটুট রয়েছে জাপা।

গত শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, ‘আসন ছাড় নিয়ে সমঝোতা শুধু বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও হয়।’ চুন্নু বলেন, ‘নির্বাচন বা রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কিছু নেই। যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত হতে পারে।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  আওয়ামী লীগ ২৯৮ আসনে ও জাতীয় পার্টি ২৮৭ আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ