40 C
আবহাওয়া
৫:৪০ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাশেদুল হাসান ইমন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হুদা নুর বলেন, আমরা ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে খেলা শেষে ফিরে আসছিলাম। তখন একজন এসে বলে আমাদের বন্ধু ইমন পুকুরে ডুবে গেছে। পরে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী পুকুরে ডুব দিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করি কিন্তু তাকে পাওয়া যায় না। পরে আমরা আবারও বেশ কয়েকজন পানিতে খোঁজাখুঁজির পর তাকে ডুবন্ত অবস্থায় তুলে আনি। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

রাশেদুল হাসান ইমনের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, আমার ভাই বনশ্রী আইডিয়াল কলেজ থেকে এসএসসি পাস করেছে। কার সাথে কী কারণে ঢাকা কলেজ গিয়েছিল সে বিষয়টি বলতে পারছি না। ঢাকাতে তারা বনশ্রীতে থাকতেন এবং তাদের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়াতে বলেও জানান মাহমুদুল। তাদের বাবার নাম মো. শহিদুল্লাহ।

নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইমনের সাথে থাকা চারবন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত চলছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম, বিএম

Loading


শিরোনাম বিএনএ