32 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৬, ২০২৩
Bnanews24.com
Home » বিএসএমএমইউতে ৫ দালাল আটক

বিএসএমএমইউতে ৫ দালাল আটক

বিএসএমএমইউতে ২০ হাজার লিটার অক্সিজেন ট্যাংক স্থাপন হচ্ছে

বিএনএ, ঢাকা : রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে পাঁচ দালালকে আটক করে শাহবাগ থানার পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ে ডিউটিরত আনসার বাহিনীর এপিসি মো. সাহিদুল ইসলাম ক্যাম্পাসের বটতলা থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলো, উজ্জল, ইয়াকুব ইসমাইল, জয়নাল আবেদীন, রবিউল ইসলাম ও মো. ফিরোজ। তারা বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে লোকদের কাছ টাকা হাতিয়ে নেয়াসহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে।

উপাচার্য অধ্যাপক ডা. মো. সারফুদ্দিন আহমেদের নির্দেশে তাদেরকে পুলিশে কাছে সোপর্দ করা হয়।

সাহিদুল ইসলাম জানান, আটক প্রতারকরা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আড্ডা দিতো এবং এই প্রতারণার কাজ করে আসছিল। অনেকদিন ধরে তাদের গতি লক্ষ করে আসছিলাম তারা কি করে। গোপন সূত্রে খবর পেয়ে আনসার সদস্যরা সেখান থেকে তাদের আটক করা হয়।

বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।

Total Viewed and Shared : 129 


শিরোনাম বিএনএ