27 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - মার্চ ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। এ ঘোষণার মধ্য দিয়ে ইতি ঘটছে তার ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের।

রিয়াদ বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সব সময় পাশে থেকে সমর্থন করেছেন। পোস্টে তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান তার বাবা-মা, শ্বশুর-শাশুড়িকেও।

ভাই এমদাদ উল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, “আমার ভাই ছোটবেলা থেকেই আমার সঙ্গে ছিলেন, আমার কোচ ও পথপ্রদর্শক হিসেবে।”

“আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে থেকেছে, সুখে-দুঃখে আমাকে সমর্থন দিয়েছে,” যোগ করেন রিয়াদ।

ক্যারিয়ারের শেষ সময়ের কথা উল্লেখ করে তিনি লিখেন, “সবকিছু হয়তো নিখুঁতভাবে শেষ হয় না, তবে জীবন চলতে থাকে। তাই সামনে এগিয়ে যেতে হবে।”

উল্লেখ্য, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। তিনি খেলে যাচ্ছিলেন শুধু ওয়ানডে। এবার আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ থেকেই অবসর নিলেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ