29 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » বৈদ্যুতিক গাড়ি আমদানি ফ্রি করে দিল মিয়ানমার

বৈদ্যুতিক গাড়ি আমদানি ফ্রি করে দিল মিয়ানমার

বৈদ্যুতিক যানবাহন

বিশ্ব ডেস্ক: মিয়ানমার সরকারের জাতীয় স্টিয়ারিং কমিটি দেশটিতে বৈদ্যুতিক যানবাহন এবং সম্পর্কিত শিল্পের উন্নয়নের জন্য বৈদ্যুতিক যানবাহনের জন্য কর হার শূন্য শতাংশ  নির্ধারণ করেছে এবং স্থানীয় বিনিয়োগকারীদের এ সেক্টরে অধিকহারে  বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

রবিবার(১১ ফেব্রুয়ারি ২০২৪) দেশটির সড়ক পরিবহন প্রশাসন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি  ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ পর্যন্ত মোট  ৫হাজার ৩০৮টি বিভিন্ন ধরণের বৈদ্যুতিক গাড়ি নিবন্ধিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ৮১টি কোম্পানিকে ইভি যানবাহন আমদানি ও বিক্রি করার জন্য অনুমতি দেয়া হয়েছে এবং তাদের ১ ফেব্রুয়ারি থেকে ব্র্যান্ডের শোরুম খোলার বাধ্যবাধকতা ছিল। আমদানি  লাইসেন্স শুধুমাত্র প্রয়োজনীয়তা পূরণকারী সংস্থাগুলিকে প্রদান করা হয়।

বিবৃতি অনুসারে, অধিদপ্তরে ২২১৭ টি যাত্রীবাহী ইভি যান, ১১ ইভি লাইট ট্রাক, ২৮৩৬ টি ইভি সাইকেল, ২৪৪ টি ইভি ট্রাইসাইকেল বিভাগে নিবন্ধিত হয়েছে। তাছাড়া  অনেক ধরনের EV গাড়ি রয়েছে এবং এর দাম ৮০ মিলিয়ন কিয়াত  থেকে ২০০ মিলিয়ন কিয়াতের মধ্যে। সূত্র: দি গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ