31 C
আবহাওয়া
২:৩০ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » ইচ্ছার বাইরে কিছু ঘটলে যে দোয়া পড়া সুন্নত

ইচ্ছার বাইরে কিছু ঘটলে যে দোয়া পড়া সুন্নত

কঠিন কাজ সহজ হওয়ার দোয়া

ধর্ম ডেস্ক: মনের মতো কোনো ঘটনা ঘটলে কিংবা প্রত্যাশা অনুযায়ী কোনোকিছু হলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা মুমিনের বৈশিষ্ট্য। এর পুরস্কার ঘোষণায় আল্লাহ তাআলা বলেন-‘শিগগিরই আল্লাহ শোকর আদায়কারীদের প্রতিদান দেবেন।’ (সুরা আলে ইমরান: ১৪৪)

একইভাবে অপছন্দের ঘটনায়ও মুমিনের করণীয় রয়েছে। এর একটি হলো ধৈর্যধারণ করা। আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব (কখনো) ভয়-ভীতি, (কখনো) ক্ষুধা দিয়ে এবং (কখনো) জানমাল ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।’ (সুরা বাকারা: ১৫৫)

এছাড়াও বিশেষ দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। যে দোয়ার মাধ্যমে আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্টি প্রকাশ করা হয়।

দোয়াটি হলো- উচ্চারণ: ‘আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল’ অর্থ: ‘সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা ও শুকরিয়া।’ আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) অপছন্দনীয় কিছু দেখলে দোয়াটি পড়তেন। (সুনানে ইবনে মাজা: ৩৮০৩, মুস্তাদরাক হাকেম: ১৮৪০)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া করার তাওফিক দান করুন। ইচ্ছার বাইরে কিছু ঘটলে উল্লেখিত দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ