26 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ডিআইজি মিজান-দুদক বাছিরের যুক্তি উপস্থাপন ২৪ জানুয়ারি

ডিআইজি মিজান-দুদক বাছিরের যুক্তি উপস্থাপন ২৪ জানুয়ারি

ডিআইজি মিজান-দুদক বাছির

বিএনএ, ঢাকা : অবৈধভাবে তথ্যপাচার ও ঘুস লেনদেনের অভিযোগে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে করা মামলার যুক্তি উপস্থাপনের জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ দিন ধার্য করেন।

এদিন মিজান-বাছির আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য দাখিল করেন। এরপর বিচারক যুক্তি উপস্থাপনের জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেন। যুক্তি উপস্থাপন শেষে মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হবে।

এর আগে সোমবার (৩ জানুয়ারি) একই আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন তারা।

গত ২৩ ডিসেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলার চার্জশিটভুক্ত ১৭ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেছিলেন।  গত ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন শেখ মো. ফানাফিল্লাহ।

গত বছর ৯ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। এরপর আদালত চার্জ গঠনের তারিখ ধার্য করে মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বদলির আদেশ দেন। গত বছর ১৮ মার্চ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ