39 C
আবহাওয়া
৬:১৪ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে ‘প্রতারণা’

মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে ‘প্রতারণা’

মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে ‘প্রতারণা’

বিএনএ, ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভূয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- জাকারিয়া ও একরামুল হক ওরফে রাজু। তাদের কাছ থে‌কে ফেসবুক ডিভাইস, একটি স্মার্ট ফোন ও টাকা লেনদেনে ব্যবহৃত একটি বিকাশ একাউন্ট নাম্বারের সীম উদ্ধার করা হয়ে‌ছে।

রোববার থেকে রংপুর ও গাজীপুর জেলায় ধারাবা‌হিক অ‌ভিযান চা‌লি‌য়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ডি‌বি পু‌লিশ জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি‌সি) মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভূয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার অপরাধে মেয়রের এপিএস মনিরুল ইসলাম গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ক‌রেন। মামলা‌টি ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত করে। এরই প্রে‌ক্ষি‌তে ওই দুজন‌কে শনাক্ত ক‌রে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সা‌ড়ে ১১টায় ডিএমপি গোয়েন্দা অফিস কম্পাউন্ডে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করে। ওই টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। মামলা‌টি তদন্তের এক পর্যা‌য়ে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ রংপুর ও গাজীপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তর করে। গ্রেপ্তারকালে জব্দকৃত মোবাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এর নামে একটি ভুয়া ফেইসবুক আইডি Shekh Fazle Noor Taposh লগইন অবস্থায় পাওয়া যায়।

ফেইসবুক হ্যাক করে প্রতারণার ঘটনায় লালবাগ থানায়

দা‌য়েরকৃত মামলার ‌বিষ‌য়ে পু‌লিশ কর্মকর্তা বলেন, একটি চক্র প্রথমে বিভিন্ন লোভনীয় অফার সম্বলিত ফিশিং লিংক তৈরী করে টার্গেট ফেইসবুক আইডির ম্যাসেঞ্জারে (বিশেষ করে মহিলাদের) পাঠায়। টার্গেট ফেইসবুক আইডিতে পাঠানো লিংকে ক্লিক করে লিংকে পাঠানো নির্দেশনা অনুযায়ী তথ্য ‌দেয়া মাত্রই ভিকটিমের ফেইসবুক আইডিটি চক্রের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর ভিকটিমের ফেসবুক আইডির বন্ধুদের ম্যাসেঞ্জারে নক করে তাদের কাছে বিভিন্ন অযুহাতে টাকা ধার চায় এবং টাকা পাঠানোর জন্য নিজের বিকাশ নাম্বার দেয়। এভাবে চক্রটি ফেইসবুক আইডি হ্যাক করে ভিকটিমদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ চক্রের এক সদস্যকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশের জনগনের মধ্যে ফেসবুক ব্যবহারের প্রবণতা অনেক বেশি। ফেসবুক আইডি নিরাপদ রাখতে সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার ও পরিচিত ব্যক্তি ছাড়া অপরিচিতদের পাঠানো ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট না করার জন্য অনুরোধ জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

গোয়েন্দা ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ জানান, গত রোববার ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল এলাকা থে‌কে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাইফুল ইসলাম নাম‌রে একজন‌কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থে‌কে ফেসবুক হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ১ একটি কম্পিউটার, বিকাশে টাকা সংগ্রহ এবং হ্যাকিংয়ে ব্যবহৃত ২টি স্মার্ট ফোন, বিভিন্ন অপরেটরের ৭টি সীম উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ