22 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ৮, ২০২৩
Bnanews24.com
Home » ৭০ হাজারের বেশি ট্রাম্প সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

৭০ হাজারের বেশি ট্রাম্প সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

৭০ হাজারের বেশি ট্রাম্প সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক কিউঅ্যানন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করল মাইক্রোব্লগিং সাইট টুইটার।

সোমবার (১১ জানুয়ারি) টুইটার জানিয়েছে, তারা গত শুক্রবার বিকেল থেকে কিউঅ্যাননের বার্তা শেয়ার করা ৭০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করেছে। বিপদের আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাকাউন্টগুলোর মধ্যে এক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করেন, এমনও ছিল।

এর আগে গত ৬ জানুয়ারি জো বাইডেনের জয় অনুমোদনে যৌথ অধিবেশন চলাকালে কংগ্রেসে হামলা চালান ট্রাম্পের হাজার হাজার সমর্থক। বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, কংগ্রেস ভবনের ভেতরে কিউঅ্যানন গ্রুপের বেশ কয়েকজন নেতৃস্থানীয় কর্মীকে দেখা গেছে। তারা ওই আন্দোলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ব্যানারও বহন করেন।

এর আগে গত ৮ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, কয়েকদিন ধরে ট্রাম্পের টুইটগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেই অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ফেসবুক আগেই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রেখেছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ