31 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে এনআরবি ব্যাংকের নারী কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে এনআরবি ব্যাংকের নারী কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে কামরুন নাহার (৩০) নামে এনআরবি গ্লোবাল ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার গাউছিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি হাটহাজারীর ৮ নম্বর ইউনিয়নের উত্তর মেখল, ইছাপুর এলাকার লায়লা সেন্টারের এনআরবি গ্লোবাল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসা হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার পশ্চিম ঠেংড়াপাড়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার  জানান, কামরুন্নাহার এনআরবি গ্লোবাল ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি ওই বাসায় একা ভাড়া থাকতেন। মাঝেমধ্যে তার ভাই ও মা এসে থাকতেন।

অনেকক্ষণ পর্যন্ত দরজা না খোলায় বাড়ির মালিক  খোঁজ নিতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় গলায় ফাঁস লাগানো অবস্থায় কামরুন নাহারকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ