32 C
আবহাওয়া
৪:০৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৪
Bnanews24.com
Home » দিহানের সঙ্গে দুলালের বর্ণনার মিল খুঁজে পেয়েছে পুলিশ

দিহানের সঙ্গে দুলালের বর্ণনার মিল খুঁজে পেয়েছে পুলিশ

দিহানের সঙ্গে দুলালের বর্ণনার মিল খুঁজে পেয়েছে পুলিশ

বিএনএ, ঢাকা : আনুশকা নুর আমিনকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া দিহানের কলাবাগান বাসার দারোয়ান দুলালকে আটক করার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার ডিসি মো. সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ডিসি মো. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ে প্রত্যক্ষদর্শী হিসেবে দারোয়ানকে হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরে জানানো হবে। এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী দু-এক দিনের মধ্যে দিহানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

হেফাজতে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিহানের বাসার দারোয়ান দুলাল ঘটনার দিনের যে বর্ণনা দিয়েছেন, এর সঙ্গে দিহানের দেওয়া বর্ণনার অনেকটাই মিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির নিউমার্কেট জোনের এসি আবুল হাসান বলেন, যেহেতু দারোয়ান এজাহারভুক্ত আসামি নন, তাই তাকে আটক রাখা হবে কি না সে বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তাকে জিজ্ঞাসাবাদের পরে যদি মনে হয় ছেড়ে দেওয়া উচিত, তাহলে ছেড়ে দেওয়া হবে।

এদিকে, গ্রেফতার হওয়া দিহানের স্বীকারোক্তি নিয়ে সন্দেহ পোষণ করেছেন নিহতের পরিবার। আনুশকার পরিবার বলছে ঘটনার শুরু থেকেই পুরো সত্য লুকানোর অপচেষ্টা করে আসছে দিহান। তাদের দাবি ‘গ্রুপ টর্চারে’ মারা গেছে আনুশকা।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ