28 C
আবহাওয়া
১১:২০ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » জো বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা

জো বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা

জো বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা

বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নাশকতার আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।এছাড়া ট্রাম্প সমর্থকরা আরও সশস্ত্র বিক্ষোভ করতে পারেন বলে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। সর্বত্র সতর্কাবস্থা লক্ষ করা গেছে।

এফবিআইয়ের অভ্যন্তরীণ একটি স্মারক উল্লেখ করে এবিসি নিউজসহ অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, ট্রাম্পকে সময়ের আগে ক্ষমতাচ্যুত করার যেকোনো প্রয়াসে সহিংসতা সৃষ্টি হতে পারে। প্রতিটি অঙ্গরাজ্যের আদালত ভবন, অঙ্গরাজ্য সভা, নগর ভবন, ফেডারেল ভবন হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চাদ ওলফ জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ অভিযান শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানটির নিরাপত্তায় এবং ৬ জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি রোধে ১৫ হাজার ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হবে।

গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালান ট্রাম্প সমর্থকরা। এসময় এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারান ৫ জন। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছেন ডেমোক্র্যাটরা।

আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের বাইরে জো বাইডেনের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

আমেরিকার শত বছরের ঐতিহ্য ও উৎসবের উপলক্ষ নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের অনুষ্ঠান। এই প্রথমবারের মতো এ অনুষ্ঠানকে ঘিরে চলছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ