30 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোণায় শেখ হাসিনা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটার প্রশিক্ষণ উদ্বোধন

নেত্রকোণায় শেখ হাসিনা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটার প্রশিক্ষণ উদ্বোধন

নেত্রকোণায় শেখ হাসিনা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটার প্রশিক্ষণ উদ্বোধন

বিএনএ, নেত্রকোনা : নেত্রকোণায় “শেখ হাসিনা জেলা ভিত্তিক অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ-২০২২” উদ্বোধন হয়েছে।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতা ও নেত্রকোনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আজ শুক্রবার (১১ নভেম্বর) শহরের দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নেছা আশরাফ দীনা সভাপ্রধান ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজ করিম নেলি, মহিলা ক্রিড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মরিয়ম তারেক, পূরবি মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান কবির সাজু বক্তব্য রাখেন।

জানা যায়, পনেরদিন ব্যাপী বাছাইপর্বের খেলা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ব্যয় নির্বাহের জন্য বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার নিকট ১ লক্ষ ২৫ হাজার টাকার চেক ও ক্রীড়া সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেয়ে-শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে।
বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ