বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় নষ্ট জিপ গাড়ি মেরামত করতে গিয়ে ওই জিপের চাপায় মো. বারেক (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১ মে) দুপুর পৌনে ১টায় কলাউজান ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণ পার্শে মালিপাড়া সংলগ্ন ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এ মরদেহ উদ্ধার করেন।
নিহত বারেক পুঁটিবিলা ইউনিয়নের উত্তর পহরচাঁদা এলাকার নুরুল কবিরের ছেলে
বিষয়টি নিশ্চিত করেছেন কালাউচার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু।
বিএনএনিউজ/এইচ.এম।