36 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » সদরঘাটে ৫ জনের মৃত্যু: দুই লঞ্চের রুট পারমিট বাতিল

সদরঘাটে ৫ জনের মৃত্যু: দুই লঞ্চের রুট পারমিট বাতিল


বিএনএ, ঢাকা: রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পন্টুনে থাকা পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় এমভি তাসরিফ-৪ ও এমভি ফারহান-৬ লঞ্চ দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সেলিম ফকির এ তথ্য জানান।

অন্যদিকে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে প্রত্যেক মৃত ব্যক্তির নমিনির কাছে দাফন-কাফন বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এর আগে বিকেলে সদরঘাটে এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ সময় এমভি ফারহান-৬ লঞ্চটি পার্কিং করার জন্য ওই দুই লঞ্চের মাঝখান দিয়ে ঢুকলে ধাক্কা লেগে এমভি তাসরিফ-৪ লঞ্চটির বেঁধে রাখার দড়ি ছিঁড়ে যায়। এতে পন্টুনে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

সেলিম ফকির বলেন, ঘটনার পর পরই লঞ্চ দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। বিআইডব্লিউটিএ থেকে আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। তদন্ত কমিটি করা হয়েছে।

তিনি বলেন, আমরা সতর্ক আছি। এ বিষয়ে যা যা করণীয় আমরা করবো।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ