29 C
আবহাওয়া
৫:১১ পূর্বাহ্ণ - মে ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যুৎ উৎপাদনে আবারও রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে আবারও রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ডের পর রেকর্ড

বিএনএ ডেস্ক: বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছাড়ালো আরো একবার। দেশের ইতিহাসে মঙ্গলবার (৩০ এপ্রিল) সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় জানানো হয়, রাত ৯টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়ছে। এ সময় ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। তার আগের দিন রাতে পিক আওয়ারে রেকর্ড ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে পাওয়া তথ্য বলছে, দেশে এখন বিদ্যুৎ উৎপাদনসক্ষমতা প্রায় ২৬ হাজার মেগাওয়াট। উৎপাদন করা হচ্ছে ১৩ হাজার থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট পর্যন্ত। চাহিদা আছে সাড়ে ১৩ হাজার থেকে ১৭ হাজার মেগাওয়াট।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ