31 C
আবহাওয়া
১:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ‘ঢাবি উপাচার্যের প্রতিশ্রুতিতে অনশন ভাঙলেন রনি’

‘ঢাবি উপাচার্যের প্রতিশ্রুতিতে অনশন ভাঙলেন রনি’

'ঢাবি উপাচার্যের প্রতিশ্রুতিতে অনশন ভাঙলেন রনি'

বিএনএ, ঢাকা: উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের আশ্বাসে ৭৭ ঘণ্টা পর অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে রনিকে ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান।

মোটরসাইকেল দুর্ঘটনায় বাম পা ও কোমরে আঘাত পেয়ে গেল ৫ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি রনি।

যথাযথ চিকিৎসা ও সুযোগ-সুবিধা না পেয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে ফেসবুকে একটি ভিডিওবার্তা পোস্ট করেন তিনি। সেখানে ঢাবির মেডিকেল সেন্টারের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন রনি। মেডিকেল সেন্টারের অব্যবস্থাপনা দূর করতে ছয় দফা দাবিতে অনশনে বসেন তিনি।

রনির ছয় দফা দাবির মধ্যে ছিল…

১. মেডিকেল সেন্টারের এন্ট্রি পয়েন্টে ইনফরমেশন ডেস্ক স্থাপন কর।

২. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আধুনিক লিফট, র‍্যাম্প, হুইল চেয়ার ও অন্যান্য সরঞ্জাম দেয়া।

৩. ছাত্রীদের অন্তর্বর্তীকালীন শারীরিক সমস্যার সব চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা প্রদান।

৪. দ্রুত প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সামগ্রী ও ওষুধ প্রদান এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট বা মেশিন স্থাপন করা।

৫. মেডিকেল সেন্টারে নিয়মিত পুষ্টিকর খাবার দেয়া ও ক্যান্টিন স্থাপন নিশ্চিত করণ।

৬. দ্রুত হাইকমোড, তথা হাইলি ডেকোরেটেড স্যানিটেশন সিস্টেমে টয়লেট, বাথরুম তৈরি কর।

এসব দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

সোমবার সন্ধ্যায় রনি দাবির প্রসঙ্গে উপাচার্য বলেন, ইতোমধ্যেই কিছু দাবির বাস্তবায়ন হয়েছে। বাকি দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন একটি ভবন দুই বছরের মধ্যেই নির্মাণ করার ঘোষণা দেন উপাচার্য।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ