28 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করল মোদী সরকার

বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করল মোদী সরকার


বিএনএ, ডেস্ক : ভারতজুড়ে চালু করা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ)। ২০১৯ সালেই এই বিতর্কিত আইনটি পাস হয়েছিল।

এতে বলা হয়েছে, প্রতিবেশী মুসলিম প্রধান দেশগুলো থেকে সংখ্যালঘুরা যদি ভারতে আশ্রয় চায়, তাহলে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে। মূলত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নেয়া হিন্দু, পারসি, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানদের নাগরিকত্ব দিতে এই আইন পাশ হয়েছিল। এবার লোকসভা ভোটের আগে সেই আইন চালু হলো।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আইনে পরিণত হলেও প্রায় সাড়ে চার বছর ধরে সিএএ-র ধারা-উপধারা যুক্ত হয়নি। ফলে বাস্তবে এই আইন কার্যকরও হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। শুধু তা-ই নয়, শাহ এ-ও বলেছিলেন, শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তার সেই দাবির সত্যতা জানা গেলো।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ