31 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » বাঁশখালীতে যুবলীগ নেতা আটক

বাঁশখালীতে যুবলীগ নেতা আটক


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনায় মো. সেলিম উদ্দিন চৌধুরী নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানায় পুলিশ। আটক হওয়া সেলিম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত শনিবার বাহারছড়া ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রেজাউল করিম নামে এক প্রার্থী জয়ী হন। পরাজিত প্রার্থী জসিম উদ্দিন চৌধুরী খোকনের সমর্থক জালাল উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা চালায় জয়ী প্রার্থীর সমর্থক সেলিম উদ্দিন চৌধুরী।

রোববার সকালে সেলিম জালালের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও সন্তানদের মারধর করে। এসময় দেশিয় অস্ত্র হাতে প্রকাশ্যে জসিমের সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয় বলে জানায় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, নির্বাচন পরবর্তী সময়ে হামলা ও মারধরের ঘটনায় একজনকে গতকাল আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম সেলিম ।

বিএনএনিউজ/নাবিদ, এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ