16 C
আবহাওয়া
৮:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ড্রোনের মাধ্যমে ডেলিভারি চালু হচ্ছে কলকাতায়

ড্রোনের মাধ্যমে ডেলিভারি চালু হচ্ছে কলকাতায়


বিএনএ, বিশ্বডেস্ক : এবার ভারতের কলকাতায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ডেলিভারি। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত তাদের প্রয়োজনীয় পণ্য হাতে পাবেন। শুক্রবার এক ড্রোন সেবা প্রদানকারী সংস্থাকে অনুমোদন দিয়েছে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল।

ইতোমধ্যে ট্রায়াল সম্পন্ন হয়েছে। একেবারে হাওড়ার কদমতলা থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত একটি ড্রোন পাঠায় দিল্লির সংস্থা। মালবাহী ড্রোনের বাক্সে ভরা ছিল প্যাথলজিকাল ল্যাবের সংগ্রহ করা নমুনা।

গাড়ি বা মোটরসাইকেলে সাধারণত এমন নমুনা পাঠানো হয়। সেক্ষেত্রে সড়কপথে দূরত্ব পড়ে প্রায় ২৫ কিলোমিটার। সময় লাগে প্রায় পৌনে ২ ঘণ্টা। সেখানে ড্রোনে সরাসরি আকাশপথে দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। স্রেফ ১৫ মিনিটের মধ্যেই সেই পথ অতিক্রম করে মালবাহী ড্রোন। নির্বিঘ্নে পৌঁছে যায় নমুনা। শুধু তাই নয়। রিপোর্ট নিয়ে ফের হাওড়া কদমতলায় ফিরেও আসে ১৫ মিনিটেই।

দিল্লির এই ড্রোন নির্মাতার নাম TSAW ড্রোনস। তাদেরই ব্যবসায়িক শাখা Droneco কলকাতায় এই পরিষেবা চালু করছে।

প্রাথমিকভাবে ১৫টি কেন্দ্র থেকে ১৪টি রুটে ড্রোন পরিচালনা করা হবে। এর মাধ্যমে কলকাতা ও হাওড়ার ১৪টি স্থানে ড্রোনে ওষুধ, ল্যাব নমুনা ও রিপোর্ট ও খাবার ডেলিভারি করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ