26 C
আবহাওয়া
৯:৫১ পূর্বাহ্ণ - মে ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ৬৪ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ৬৪ হাজার ছাড়াল

করোনায় মৃতের সংখ্যা ২৮ লক্ষাধিক, আক্রান্ত ১২ কোটি ৮২ লাখ

বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বব্যাপী চলছে করোনার নতুন ঢেউ। প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ২৩ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছে ১০ কোটি ৭৮ লাখ ৫১ হাজারেরও বেশি মানুষ। তবে মৃত্যু হার কমে সুস্থতার সংখ্যাও বেড়ে চলেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৫৯৩ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের। সুস্থ হয়েছেন ৭ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ২০৫ জন।

সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ২১৪ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনের। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৮ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮ লাখ হাজার ৭১ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৩৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫ লাখ ৭১ হাজার ৬২৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৬ লাখ ৬২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৯৪৫ জনের এবং চিকিৎসায় সুস্থ হয়েছেন ৮৫ লাখ ৯৬ হাজার ১৩০ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় ভাইরাসটির সংক্রমণের সংখ্যা ৪০ লাখ ১২ হাজার ৭১০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৮ হাজারের বেশি। দেশটিতে সুস্থ হয়েছ ৩৫ লাখ ১৬ হাজার ৪৬১ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৮৫১ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ১৮ হাজার ৮৪৪ জন।

৩১ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ২৩৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ