22 C
আবহাওয়া
১০:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ৮, ২০২৩
Bnanews24.com
Home » শিকাগোতে বন্দুকধারীর হামলায় নিহত ৩

শিকাগোতে বন্দুকধারীর হামলায় নিহত ৩

শিকাগোতে বন্দুকধারীর হামলায় নিহত ৩

বিএনএ বিশ্বডেস্ক : শিকাগোতে বন্দুকধারীর হামলায়  অন্তত তিনজন মারা গেছে।  এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।শনিবার স্থানীয় সময় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (৩০)। অন্য দুইজনের মধ্যে একজন ২০ বছর বয়সী যুবক এবং অপরজন একটি ভবনের নিরাপত্তাকর্মী (৪৬)। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

শিকাগোর পুলিশ সুপার ডেভিড ব্রাউন জানান, শনিবার দুপুরে শহরের দক্ষিণ দিকে হাইডি পার্ক সংলগ্ন এলাকায় শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে জেসন নাইটেঙ্গল। এরপর সে পাশের একটি বহুতল ভবনে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই একজন নিরাপত্তাকর্মী এবং বৃদ্ধাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।

সেখানে থেকে বের হয়ে পাশের একটি দোকানে গিয়ে ২০ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করে জেসন। একই সঙ্গে ৮১ বছর বয়সী এক বৃদ্ধার মাথায় গুলি করে সে। ওই দোকান থেকে বের হওয়ার সময় রাস্তায় ১৫ বছর বয়সী কিশোরীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওই কিশোরী তার মায়ের সাথে গাড়িতে করে যাচ্ছিল। তার অবস্থাও আশঙ্কাজনক।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ