22 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ২৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মারা গেলেন পোপের চিকিৎসক

করোনায় মারা গেলেন পোপের চিকিৎসক

পোপ

বিশ্ব ডেস্ক, ঢাকা: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাবরিজিও সোকারসি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভ্যাটিকানের সংবাদপত্র এল’ওসেরভাতুরে রোমানো শনিবার জানিয়েছে, কভিড সংক্রান্ত জটিলতার কারণে ৭৮ বছর বয়সী সোকারসির মৃত্যু হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে পোপ তাকে চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।

তিনি ২৬ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার অনকোলজিকাল রোগ ছিল। রোগটির চিকিৎসা নেয়ার দিনগুলোতে ঠিক কখন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তা স্পষ্ট নয়।

পোপের সঙ্গে তার সর্বশেষ কবে সরাসরি সাক্ষাৎ হয়েছিল তা জানা যায়নি।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ