স্পোর্টস ডেস্ক: অ্যারন র্যামজি ও ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দিকের দুই গোলে সাস্সুয়োলোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে জুভেন্তাস।
নিজেদের মাঠে রবিবার রাতে এক গোল করার পর ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের রেকর্ডে অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে বসেছেন পর্তুগিজ তারকা। বিকানের ৭৫৯ গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোর লাগল ১০৩৯ ম্যাচ।
এদিন গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে চ্যাম্পিয়নদের এগিয়ে নেন দানিলো। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
জুভেন্তাসের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে সতীর্থের পাসে জোরালো শটে সফরকারীদের সমতায় ফেরান গ্রেগোয়া দুফেল।
৮২তম মিনিটে দলকে আবার এগিয়ে নেন র্যামজি। বাঁ দি থেকে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে জালে পাঠান ওয়েলসের এই মিডফিল্ডার।
যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। নিজেদের অর্ধ থেকে দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
বিএনএ/এমএইচ