38 C
আবহাওয়া
৩:১৯ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের টার্গেট ৪১০ : ভারত ৪০৯/৮(৫০ ওভার)

বাংলাদেশের টার্গেট ৪১০ : ভারত ৪০৯/৮(৫০ ওভার)

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে

স্পোর্টস ডেস্ক : শনিবার(১০ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। তারা ৫০ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ৪০৯ রান সংগ্রহ করে। ফলে জয় পেতে হলে বাংলাদেশকে ৪১০রান সংগ্রহ করতে হবে।

ইনজুরির কারণে সিরিজে খেলতে না পারা ভারত দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে খেলতে নামা ঈশান কিষাণ ১৩১ বলে ২১০ রান করেছেন। শনিবার(১০ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে তিনি এই ডাবল সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেন।বিরাট কোহলি ৯১বলে ১১৩রান করতে সক্ষম হন।

ভারতীয় দলের শিখর ধাওয়ান ৮ বলে ৩রান, শ্রেয়াস আইয়ার ৬বলে ৩রান, লোকেশ রাহুল(অধিনায়ক) ১০বলে ৮ রান, ওয়াশিংটন সুন্দর ২৭বলে ৩৭ রান, অক্ষর পাটেল ১৭ বলে ২০ রান, শার্দুল ঠাকুর ৫বলে ৩ রান, কুলদীপ যাদব ৩ বলে ৩ রান(অপরাজিত) করতে সক্ষম হন।

রোহিত শর্মা এবং দীপক চাহারের পরিবর্তে ভারত দলে জায়গা পেয়েছেন ঈশান কিষাণ ও কুলদীপ যাদব। সিরিজের শেষ ওয়ানডে ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন লোকেশ রাহুল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় দল ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৪০৯ রান সংগ্রহ করেছে।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৯ ওভার খেলে ৮৯ রানের বিনিময়ে পেয়েছেন ২ উইকেট। মেহেদি হাসান মিরাজ ১০ওভার বল করে ৭৬ রানের বিনিময়ে পান ১উইকেট। তাছাড়া মোস্তাফিজ ১, এবাদত ২, সাকিব আল হাসান ২টি উইকেট লাভ করেন।

আরও পড়ুন : কিষাণের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুুরি

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ