30 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৫
Bnanews24.com
Home » ৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের ভাইভা শুরু ৫ জানুয়ারি

বিএনএ, ঢাকা : ৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দেশের সরকারি কলেজে ৬৮৩ শিক্ষক নিয়োগ দিতে ৪৯তম বিসিএসটি হবে বিশেষ।আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষাটি কেবল ঢাকা কেন্দ্রে নেওয়া হবে। তবে, কোন কেন্দ্রে কার আসন, সে–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে। পাশাপাশি তা জাতীয় দৈনিক পত্রিকাতেও জানানো হবে।

জানা গেছে, সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখেরও বেশি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবার মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। সেই হিসাবে ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।

মূলত, শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর পরদিন ২২ জুলাই থেকে শুরু হয় অনলাইনে আবেদন প্রক্রিয়া, যা চলে ২২ আগস্ট পর্যন্ত। তবে যারা নির্ধারিত সময়ে আবেদন সম্পন্ন করেছেন, তারা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ