দুই বাংলার প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের ডাসার উপজেলার পৈতৃক ভিটা দখল করে নিয়েছে বিএনপির ডাসার উপজেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার।
শুধু বাড়ি দখল করে ক্ষান্ত হয়নি উপজেলার কাজী বাকাই এলাকার বাসিন্দা বিএনপি নেতা সোহেল হাওলাদার সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘরে একাধিক ছবি, বই ও আসবাব ভাঙচুর করেছে । পরে দখল করা ঘরে ওএমএসের চাল মজুত করে সোহেল হাওলাদার। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে নেই।
এ বিষয়ে পাশের কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘সোহেল হাওলাদার নামের বিএনপির এক নেতা কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘর দখলে নিয়ে ওএমএসের ডিলারের চাল রেখেছিলেন। আমরা ব্যবস্থা নেওয়ার আগেই তিনি ওই চাল সরিয়ে ফেলেছেন। ওই দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটার তালা ভেঙে এক ব্যক্তি দখলে নেওয়ার খবর আমরা পেয়েছি। যারা এই কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউএনও ও এসি ল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা লেখকের বাড়িটি দখলমুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ ব্যাপারে দখলদার বিএনপির ডাসার উপজেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদারে কোন বক্তব্য পাওয়া যায়নি।
সৈয়দ সাকিব/হাসনা