20 C
আবহাওয়া
২:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সোনামসজিদ দিয়ে পাথর আমদানি শুরু

সোনামসজিদ দিয়ে পাথর আমদানি শুরু

সোনামসজিদ দিয়ে পাথর আমদানি শুরু

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৮ দিন পর পাথর আমদানি শুরু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত ৪টি ট্রাকে ২১৩ মেট্রিক টন পাথর আমদানি হয়।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাসিসমেন্ট ভ্যালু বেড়ে যাওয়ায় পাথর আমদানি বন্ধ করে দেয় আমদানিকারকরা। দফায় দফায় মিটিং করে আমদানিকারকরা পুনরায় ভারত থেকে পাথর আমদানি করতে আগ্রহ প্রকাশ করেন। বুধবার একজন আমদানিকারক ৪টি ট্রাকে ২১৩ মেট্রিকটন পাথর আমদানি করেছেন। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে পাথর আমদানি স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে অ্যাসেসমেন্ট ভ্যালু (কাস্টমস নির্ধারিত আমদানিকৃত পণ্যের ক্রয়মূল্য, যার ভিত্তিতে শুল্ক আদায় করা হয়) বেড়ে যাওয়ায় গত ১ আগস্ট থেকে পাথর আমদানি বন্ধ ছিলো। আগে যেখানে প্রতি টন পাথরের আমদানিমূল্য ১৩ ডলার অ্যাসেসমেন্ট ভ্যালু ধরে শুল্ক আদায় করা হতো, হঠাৎ করেই তা বাড়িয়ে ১৫ ডলার করা হয়। কিন্তু স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে বললেও এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখায়নি আমদানিকারকদের। ফলে তারা সব ধরণের পাথর আমদানি বন্ধ রেখেছিলেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ