21 C
আবহাওয়া
৮:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পশু কোরবানি দেবেন বিদ্যা সিনহা মিম

পশু কোরবানি দেবেন বিদ্যা সিনহা মিম


বিএনএ, বিনোদন ডেস্ক : নিজ বাসার মানুষের জন্য কোরবানির ঈদে পশু কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেই ধারাবাহিকতায় এবারও কোরবানি দিচ্ছেন বলে জানালেন ঢাকাই ছবির এ নায়িকা।

সনাতন ধর্মে এই রীতি না থাকলেও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিয়মিত কোরবানি দিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে কোরবানি দেয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

পশু কোরবানির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে— তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন। একসাথে কাল ঈদ পালন করবো পশু কোরবানির মাধ্যমে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। সবাইকে ঈদ মোবারক।’

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ