29 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » জংলি সিনেমায় সিয়ামের নায়িকা দীঘি

জংলি সিনেমায় সিয়ামের নায়িকা দীঘি

দিঘী

বিনোদন ডেস্ক: ঈদুল আজহায় ‘জংলি’ সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। ২৯ মার্চের অ্যানাউন্সমেন্ট পোস্টারে ছিল সেই বার্তা। তবে সময় স্বল্পতার কারণে ঈদে মুক্তির মিছিল থেকে নিজেদের সরিয়ে নেয় ‘জংলি’। জানা গেছে, ঈদের দুই বা তিন সপ্তাহ পর মুক্তি পাবে ছবিটি।

এই ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে বুবলী রয়েছেন- এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল জংলি টিম। নতুন খবর হচ্ছে ছবিটিতে সিয়ামের বিপরীতে আরও এক নায়িকা অভিনয় করেছেন। তিনি প্রার্থনা ফারদিন দীঘি! জানা গেছে, সিনেমাটিতে সিয়ামকে কয়েকটি লুকে দেখা যাবে। এর মাঝে একটি লুকে তার বিপরীতে দীঘি অভিনয় করেছেন।

জংলি পরিচালনা করছেন এম রাহিম। ‘শান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল তার। প্রথম সিনেমা মুক্তির দুই বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছেন এই তরুণ নির্মাতা। বুবলীর পর দীঘির সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে কথা হয় তার সঙ্গে। এম রাহিম বলেন, ‘হ্যাঁ, দীঘিকে জংলিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিয়ামের বিপরীতেই অভিনয় করছে দীঘিম। ছবিটির জন্য দীঘি অনেক পরিশ্রম করেছে, নিজেকে তৈরী করেছে। আমার বিশ্বাস, দীঘির অভিনয় দর্শক মনে রাখবে।’

জংলিতে নিজের চরিত্রটি নিয়ে খুব বেশি খোলাসা করতে নারাজ দীঘি, ‘জংলি ছবির গল্প অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করার মতো গল্প। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমারও ভালো লাগছে। আপাতত চরিত্রটি নিয়ে কিছু বলতে চাই না। দর্শক এক অন্যরকম দীঘিকে দেখতে পাবেন।’

দীঘি আরো জানান, ‘প্রথম পোস্টার প্রকাশ করে যখন জংলি ঘোষণা করা হয়, তখনই ছবিটিতে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হই আমি। এতদিন নিজেকে প্রস্তুত করে তবেই শ্যুটিংয়ে নেমেছি। ঈদের পরপরই সিনেমাটি নিয়ে হলে সবার সঙ্গে দেখা হচ্ছে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সদরঘাটে রেট চার্ট দৃশ্যমান স্থানে লাগানোর নির্দেশ-নৌ উপদেষ্টা একাধিক ভাষা শেখার সুযোগ যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে-ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের নির্যাতনের চিত্র-তথ্য উপদেষ্টা শিপ ইয়ার্ডে বিস্ফোরণ : এসএন করপোরেশনের কার্যক্রম বন্ধ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার-ত্রাণ উপদেষ্টা যৌথ বাহিনীর অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২৫ ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা থাক‌ছে না বিএনপির রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পুরণের: আমীর খসরু ছাত্রকে গুলি করে হত্যা, পুলিশ সদস্য গ্রেপ্তার