24 C
আবহাওয়া
১০:৩৪ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » অ্যাম্বুলেন্সে রোগী নয়, ফেনসিডিল!

অ্যাম্বুলেন্সে রোগী নয়, ফেনসিডিল!

অ্যাম্বুলেন্সে রোগী নয়, ফেনসিডিল!

বিএনএ, চট্টগ্রাম : অ্যাম্বুলেন্সে রোগী নয়, বহন করা হচ্ছে ফেনসিডিল । সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেনসিডিল জব্দসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার ( ৯ জুন) বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম সড়কে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা

আটককৃতরা হলেন- মো.মহিউদ্দিন হোসেন (৩৩), মো.কামরুল হাসান (২৫) ও মো.কামাল হোসেন (৩২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মাদক ব্যবসায়ীরা অ্যাম্বুলেন্সযোগে মাদকদ্রব্য নিয়ে ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসার তথ্যের ভিত্তিতে সলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। অ্যাম্বুলেন্সে রোগী রাখার সিটের ওপর থেকে ৫৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহপূর্বক পরবর্তীতে তা চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ