28 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ


বিএনএ, ঢাকা:  দেশে শাওয়ালের  চাঁদ দেখা গেছে।তাই আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। ইতোমধ্যে ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাতীয় ঈদগাহে। তবে, আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামায়াত না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে।

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৭টায় হবে প্রথম জামাত। এর একঘণ্টা পরপর আরও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সর্বশেষ অর্থাৎ পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ