21 C
আবহাওয়া
১০:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » তুরস্ক ভ্রমণে এসে ইসলাম ধর্মগ্রহণ

তুরস্ক ভ্রমণে এসে ইসলাম ধর্মগ্রহণ


বিএনএ, ডেস্ক : তুরস্ক ভ্রমণ করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলীয় এক  যুবক।ম্যানুয়েল টিটন নামে ওই যুবক ইসলাম ধর্মগ্রহণের পর  নাম পরিবর্তন করে রেখেছেন ইউসুফ এভরেন।

এ প্রসঙ্গে ম্যানুয়েল টিটন  বলেন, আমি স্বতস্ফূর্তভাবে ইসলাম ধর্মগ্রহণ করেছি। এতে আমি অনেক খুশি এবং মানসিক প্রশান্তি পাচ্ছি।

আনাদোলুর খবরে প্রকাশ,অস্ট্রেলীয় ওই যুবক সম্প্রতি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এডির্নের ইবরিকতেপে গ্রামে তার বন্ধু একরান দুজের বাড়িতে বেড়াতে যান।সেখানে তিনি ইসলাম ধর্মের সৌন্দর্য মুগ্ধ হয়ে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা জানান বন্ধুর কাছে। পরে স্থানীয় মুফতির কাছে তাকে নিয়ে যান তার তুর্কি বন্ধু।

স্থানীয় জেলার মুফতি আহমেত বায়রাকতার  তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন এবং এ সংক্রান্ত একটি সার্টিফিকেট দেন।

বিএনএ/ হাফিজ, হাসনা, ্ওজি

 

Loading


শিরোনাম বিএনএ