27 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে ঝড়ে গাছ ভেঙে ৭ প্রাণহানি

ভারতে ঝড়ে গাছ ভেঙে ৭ প্রাণহানি

ভারত

বিশ্ব ডেস্ক: ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে ভারতে অন্তত সাতজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের আকোলা জেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর- এনডিটিভি

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার সন্ধ্যায় আকোলার একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ঝড়-বৃষ্টিতে বিশাল একটি নিমগাছ টিনের চালার ওপর ভেঙে পড়ে। বৃষ্টির কারণে ওই টিনের চালার নিচে ঠাঁই নিয়েছিলেন ৩৫ থেকে ৪০ জনের মতো ভক্ত। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে আহতদের স্থানীয় আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস। সেই সঙ্গে একনাথ শিন্দের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আনোয়ারায় সাড়ে ৭ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ শালীন পোশাক পরিধানে পেরুর পার্লামেন্টে নতুন নির্দেশনা চট্টগ্রামে চোখ-মুখে ট্যাপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার সিডিএ’র ২০ হাজার কোটির ১৩ প্রকল্পের অনিয়ম তদন্ত শুরু হাটহাজারীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩ শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি-সৈয়দা রিজওয়ানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কমিটি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত