বিএনএ: যুক্তরাষ্ট্রের বোস্টনে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সাঈদ ফয়সাল হত্যার বিচারের দাবিতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয়। সেখানে সাংবাদিক ও কলামিস্ট অজয় দাস গুপ্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে ‘যুক্তরাষ্ট্রে আজ মানবাধিকার ভূলুণ্ঠিত’, ‘জাস্টিস ফর ফয়সাল’, ‘ইউএসএতে বাংলাদেশি নিহত, পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ কেন?’, ‘স্টপ কন্টিনিউয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন’ প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান অংশগ্রহণকারীরা।
এদিকে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস সাঈদ ফয়সাল হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছে। সোমবার বিকেলে দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনুরের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস সাঈদ ফয়সালের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। এ ঘটনায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের মাধ্যমে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তে আমাদের সমর্থন রয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বোস্টনের কেমব্রিজে পুলিশের গুলিতে নিহত হন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের শিক্ষার্থী সাঈদ ফয়সাল। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায়। যুক্তরাষ্ট্রেই ফয়সালের জন্ম হয়েছে। তাঁকে হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবার।
মানববন্ধনে অজয় দাস গুপ্ত বলেন, ‘যুক্তরাষ্ট্রে অনেক মানবাধিকার লঙ্ঘন ও জাতিগত সহিংসতার ঘটনা ঘটলেও তারা মানবাধিকার বিষয়ে বাংলাদেশসহ অন্যান্য দেশকে পরামর্শ দিচ্ছে। আমরা চাই না আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হোক। তবে যদি হয়ে থাকে, তাহলে আমরাই ব্যবস্থা নেব, অন্যের পরামর্শে নয়। মার্কিন পুলিশ এমন একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে, যিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি।’
বিএনএ/এ আর