36 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল আমেরিকা

যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল আমেরিকা


বিএনএ, বিশ্বডেস্ক : গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়েছে ইসরায়েলের  ঘনিষ্ঠ দেশ যুক্তরাষ্ট্র। একদিকে ভিসা নিষেধাজ্ঞা অন্যদিকে গণহত্যার ইন্ধন দিয়ে ডাবল ষ্ট্যান্ডার্ড নীতি  অবলম্বন করেছে তারা ।আরবসহ অন্যান্য দেশগুলো আশায় ছিল এ প্রস্তাবনা পাস হলে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি শুরু হবে।কিন্তু আমেরিকার একগুঁয়েমি সিদ্ধান্তের জন্য তা আর হয়ে উঠল না ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব আনে আরব আমিরাত ।এ প্রস্তাবে সরাসরি  ভেটো দিয়েছে ওয়াশিংটন। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত ছিল।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি গাজার বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের ‘কঠোর’ এবং ‘স্বার্থপর’ অবস্থানকেই দায়ী করেছেন। তিনি বলেন, ‍যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের ফলাফল হলো ফিলিস্তিনের শিশুদের কবরস্থান।

অপরদিকে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে ইসরায়েলের পাশে থাকায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাদ এরদান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ