22 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » রণবীর পড়নে দীপিকার স্কার্ট! কেআরকের ফোড়ন

রণবীর পড়নে দীপিকার স্কার্ট! কেআরকের ফোড়ন


বিএনএ, বিনোদন ডেস্ক : তার নাম কামাল আর খান, সংক্ষেপে কেআরকে বলে তাকে ডাকা হয়। একাধারে অভিনেতা-সমালোচক, অন্যদিকে বাণিজ্য বিশ্লেষক হিসেবেও তার খ্যাতি রয়েছে। কিছুদিন পর পর তীক্ষ্ণ মন্তব্য করে নিমেষে বিতর্ক জমিয়ে দেন তিনি। টুইটারে তাঁর অনুসরণকারীর সংখ্যাও কম নয়।

সোমবার এমন এক রসিকতা করলেন কেআরকে, যা নিয়ে শোরগোল পড়ে গেল। নেটাগরিকদের একাংশ বললেন, ‘এই তো! অনেক দিন পর মনের মতো টুইট করেছেন কেআরকে।’ কী বললেন তিনি?

টুইটে একটা ছবি পোস্ট করেছেন কেকেআর, যেখানে একদিকে দীপিকা পাড়ুকোন আর অন্যদিকে রয়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর সিংহ। দীপিকার পরনে মনোকিনি, অর্থাৎ ঊর্ধ্বাঙ্গ ঢাকা, নিম্নাঙ্গ নগ্নপ্রায়। আর ওদিকে রণবীরের পরনে রাজবেশ। ফুলহাতা কুর্তার নীচে বিভক্ত ঘেরওয়ালা স্কার্ট। সেই ছবির ক্যাপশনে কেআরকে লিখছেন, ‘যখন স্বামী তোমার স্কার্ট পরে পালায়!’

এমন রসিকতায় আনন্দে মেতেছে নেট দুনিয়ার অনেকে। মন্তব্য করেছেন অনেকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ