27 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত

বিএনএ বিশ্ব ডেস্ক: নাইজেরিয়ার বেনু রাজ্যে সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে এক কর্মকর্তাও আছেন। বৃহস্পতিবারের এই ঘটনার পর এক বিবৃতিতে নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে,হামলাকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাকে ‘বিনা উসকানিতে’ আক্রমণ বলেও মন্তব্য করা হয়।

নাইজেরিয়া সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ এরিমা বলেন, ঘটনার হোতাদের খুঁজে বের করতে কাজ চলছে।এই ধরনের ঘৃণ্য অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। তবে, আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, অপরাধীদের খুঁজে বের করতে সেনাবাহিনীর পরিচালিত অভিযানের ভয়ে বেসামরিক নাগরিকরা কোনসিসায় পালিয়ে যাচ্ছে।সেখানে এক স্থানীয় নেতার বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

সম্প্রতি আফ্রিকার সবথেকে জনবহুল দেশটিতে সহিংসতা বেড়ে গেছে। গত সোমবার নাইজেরিয়ার দক্ষিণে অস্ত্রধারীরা হামলা চালিয়ে ১৮শ কারাবন্দীকে মুক্ত করে নিয়ে যায়। এছাড়া সাম্প্রতিক মাসে উত্তরপশ্চিম নাইজেরিয়ার স্কুল থেকে কয়েকশ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে বন্দুকধারীরা ।

বিএনএনিউজ/আরকেসি

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ