18 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রোনালদোর ফেরার ম্যাচে হারলো আল নাসর

রোনালদোর ফেরার ম্যাচে হারলো আল নাসর

রোনালদো

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার রাতে কিংডম অ্যারেনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার ফেরার ম্যাচে জয় পায়নি আল নাসর। হেরে গেছে ২-০ গোলে।

এদিন ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় আল হিলাল। এ সময় মিলিনকোভিচ-সাভিচ ডান পায়ের শটে বল জালে জড়ান। তাকে গোলে সহায়তা করেন সৌদ আব্দুলহামিদ।

৩০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সালেম আল দাওসারি। ম্যালকমের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জালে পাঠান তিনি। এই দুটি গোল বাকি সময়ে অবশ্য আর শোধ দিতে পারেনি আল নাসর। আর আল হিলালও ব্যবধান আর বেশি বাড়াতে পারেনি।

গেল ২৪ জানুয়ারি চীন সফরে যাওয়ার কথা ছিল আল নাসরের। কিন্তু রোনালদো পেশির ইনজুরিতে পড়ায় তারা সেই সফর বাতিল করে। মোট ১৭দিন ইনজুরিতে থাকার পর বৃহস্পতিবার মাঠে নামেন তিনি। খেলেন পুরো ৯০ মিনিট যদিও তার ফেরার ম্যাচটি সুখকর হয়নি তাদের জন্য।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ফায়হার মুখোমুখি হবে আল নাসর।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ