28 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সিএমপির সিআরটি সদস্যদের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষক

সিএমপির সিআরটি সদস্যদের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষক

সিএমপির সিআরটি সদস্যদের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষক

বিএনএ,চট্টগ্রাম: জঙ্গি, মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে গঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ক্রাইসিস রেস্পন্স টিম (সিআরটি) ইউনিট সদস্যদের মেন্টরশিপ ট্রেনিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।  সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের ২৪ সদস্য ৩০ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই, সোয়াত কমান্ডার, নেভি সীলের প্রশিক্ষকরা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাউন্টার টেরোরিজম সদস্যদের সমন্বয়ে গঠিত সিআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট Anti Terrorism Assistance (ATA) প্রোগ্রামের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জানা যায়, জঙ্গীবাদ দমন, সন্ত্রাস নির্মূল, বন্দী জিম্মিদের উদ্ধার করাসহ বড় ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সিএমপির সিআরটি সদস্যরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বিগত দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাইসহ জেলার বিভিন্ন স্থান, কুমিল্লাসহ একাধিক জঙ্গী আস্তানা গুঁড়িয়ে দিতে সিআরটি সদস্যরা অভিযান চালিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ATA প্রোগ্রামের আওতায় এফবিআই (Federal Bureau of Investigation), সোয়াট (special weapons and tactics), নেভি সিল’র (Navy Sea, Air, and Land Teams) দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকরা সিআরটি সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ