34 C
আবহাওয়া
৯:১৬ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যের তিন দিন রিমান্ড

সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যের তিন দিন রিমান্ড

সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যের তিন দিন রিমান্ড

িবএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক) : ফ্রান্স থেকে আসা ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাচালান চক্রের গ্রেফতার হওয়া পাঁচ সদস্যের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৯ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

অপরদিকে আসামিদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আসামিরা হলেন- শফিকুল ইসলাম, মো. দুলাল, জহুরুল হক, সজিবর রহমান ও মোকলেছুর রহমান।

এর আগে শুক্রবার(৮ জানুয়ারি) সকালে রাজধানীর রামপুরা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১২ এর সদস‌্যরা। এ সময় কাঁচের জারে সংরক্ষিত ১২ পাউন্ড সাপের বিষ জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছে থাকা সাপের বিষসংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই জব্দ করা হয়। সাপের বিষগুলোর আনুমানিক মূল্য ৮৫ কোটি টাকা। এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি মো. শরীফুল ইসলাম বাদী হয়ে রামপুরা থানায় মামলাটি দায়ের করেন।

বিএনএ নিউজ/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ