বিএনএ, সাভার : রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন। শনিবার (৯ জানুয়ারি) সকালে এ বিক্ষোভ করেন তারা।তারা বিক্ষোভে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন অনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল, ঢাকা জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ রাব্বি, ধামরাই থানার সভাপতি শাহীন ইসলাম প্রমুখ।
বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে প্রতিবাদ করছেন। ‘মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, পদত্যাগ করতে হবে’, ‘প্রীতিলতার বাংলাদেশে, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, ‘যে রাষ্ট্র ধর্ষক পুষে, সে রাষ্ট্র ভেঙে দাও’, ‘ধর্ষকদের কারখানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানে বিক্ষোভ করছেন।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, দেশে অব্যাহত যে ধর্ষণের ঘটনা ঘটছে, তার প্রত্যেকটা একে অন্যটার সঙ্গে সম্পর্কযুক্ত। বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব হচ্ছে।
তিনি বলেন, আমরা মনে করি না, গ্রেপ্তার যথেষ্ট। দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ধর্ষকদের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ করতে হবে।
বিএনএ/ ইমরান খান, ওজি