31 C
আবহাওয়া
৩:৪৪ অপরাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » আবরার হত্যা মামলার রায় আইনের শাসনের দৃষ্টান্ত: আইনমন্ত্রী

আবরার হত্যা মামলার রায় আইনের শাসনের দৃষ্টান্ত: আইনমন্ত্রী

খালেদা জিয়া সরকারের হেফাজতে নেই: আইনমন্ত্রী

বিএনএ, ঢাকা : আবরার হত্যা মামলার রায়কে প্রকৃত আইনের শাসনের দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়ে এদিন বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন,এই রায় প্রকৃত আইনের শাসনের দৃষ্টান্ত।আবরার হত্যার মত আরও এমন কিছু হত্যার ঘটনা ঘটেছে যেগুলোরও বিচার হবে। তিনি এসময় বলেন,এমন কিছু অপরাধ আছে যা সমাজ কে নাড়িয়ে দেয়।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,নিম্ন আদালতের রায়ের কপি সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আসবে।আমরা এই রায়ের বিষয়ে আপাত দৃষ্টিতে সন্তুষ্টি প্রকাশ করছি।উচ্চ আদালতেও এই রায়ের বিষয়ে আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা করবো।

বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ