32 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » সিএমপি থেকে চকবাজার ও বাকলিয়ার ওসিকে বদলি

সিএমপি থেকে চকবাজার ও বাকলিয়ার ওসিকে বদলি

চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষার ঘিরে সিএমপির নির্দেশনা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চট্টগ্রামের বাইরে অন্য দুই রেঞ্জে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের বদলি করা হয়।

এতে বলা হয়- বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে রংপুর রেঞ্জে এবং চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

জানা যায়, গত জানুয়ারিতে চকবাজার থানা থেকে বাকলিয়া থানায় ওসি পদে বদলি করা হয় রুহুল আমিনকে। অন্যদিকে গত এপ্রিলে চকবাজার থানা ওসি পদে পদায়ন করা হয় মোহাম্মদ আলমগীরকে। এর আগে তিনি নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

বিএনএনিউজ/মনির

Total Viewed and Shared : 130 


শিরোনাম বিএনএ