28 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » ঘূর্ণিঝড় ‘মোখা’(মোচা-Mocha) কী বাংলাদেশে আঘাত হানবে?

ঘূর্ণিঝড় ‘মোখা’(মোচা-Mocha) কী বাংলাদেশে আঘাত হানবে?

ঘূর্ণিঝড় ‘মোখা’(মোচা-Mocha) কী বাংলাদেশে আঘাত হানবে

বঙ্গোপসাগরে সম্ভাব্য সৃষ্ঠ ঘূর্ণিঝড় ‘মোখা’(মোচা-Mocha) বাংলাদেশে কী আঘাত হানবে?  মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এমন আশংকা অনেকের। তবে ভারতীয় আবহাওয়াবিদদের মতে, সেটি ভারতেই আঘাত হানতে পারে। সেখানে সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের প্রাথমিক নির্দেশনা দিয়েছে রাজ্য সরকারগুলো।

নাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে  জানান, খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে মোখা(Cyclone Mocha) ১৪ মে রাতে সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে অথবা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর অতিক্রম করতে পারে।

সোমবার(৮ মে) ভারতীয় আবহাওয়া বিভাগ(আইএমডি) জানায়, ঘূর্ণিঝড়টি(Cyclone Mocha) ১১ মে এর পরে  বাংলাদেশ ও মিয়ানমারের আরাকান উপকূল অতিক্রম করতে পারে।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ