19 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » নিজের রেকর্ড ভেঙ্গে ২৬ বার এভারেস্টের চূড়ায়!

নিজের রেকর্ড ভেঙ্গে ২৬ বার এভারেস্টের চূড়ায়!


বিএনএ ডেস্ক : ২৬ বারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে নিজেই নিজের গড়া রেকর্ড ভেঙেছেন নেপালি শেরপা কামি রিতা। নেপালের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১০ জন শেরপা পর্বতারোহীর একটি দলকে নেতৃত্ব দিয়ে শনিবার ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩১.৬৯ ফুট) উচ্চতার মাউন্ট এভারেস্ট জয় করেন কামি রিতা। নিউজিল্যান্ডের বিখ্যাত পর্বতারোহী স্যার এডমুন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগে যে পথ ব্যবহার করে এভারেস্টের চূড়ায় পৌছেছিলেন, সেই একই পথ ব্যবহার করেছেন কামি রিতা।

এভারেস্টের চূড়ায় উঠতে ১৯৫৩ সালে স্যার এডমুন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগের ব্যবহৃত পথটি আজও সবচেয়ে জনপ্রিয় পথ হিসেবে বহাল আছে।

চলতি বছরে জনসমাগমের মৌসুমে (মে মাস পর্যন্ত) ৩১৬ জনকে এভারেস্টে আরোহণের অনুমতি দিয়েছে নেপাল। যদিও গতবছর তারা ৪০৮ জনকে অনুমতি দিয়েছিল যা ছিল এযাবতকালে সর্বোচ্চ।

১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত ১০,৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন মানুষ। নেপাল ও তিব্বত, দুই দিক থেকেই এভারেস্ট জয় করেছেন পর্বতারোহীরা।এভারেস্টে উঠতে গিয়ে এখন পর্যন্ত ৩১১ জনের মৃত্যু হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ