20 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গবাজারে ব্যবসায়ীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট

বঙ্গবাজারে ব্যবসায়ীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট

বঙ্গবাজারে ব্যবসায়ীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট

বিএনএ: রাজধানীর বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা পাঠাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বঙ্গবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। ওই অ্যাকাউন্টে সহায়তা পাঠাতে সংবাদ সম্মেলনে অনুরোধ জানানো হয়েছে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, বঙ্গবাজারে আজ অস্থায়ীভাবে দোকান বসানো সম্ভব হচ্ছে না। আবর্জনা ও ধ্বংসস্তূপ অপসারণ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ীভাবে দোকান বসানোর কাজ শুরু হবে। তবে বঙ্গবাজারের আশপাশে ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন ব্যবসায়ী অস্থায়ী দোকান নিয়ে বসেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতা চেয়ে হেলাল উদ্দিন আরও বলেন, দেশ-বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করতে চেয়েছেন অনেকেই। যাঁরা সহযোগিতা করতে চান, তাঁরা যেন সেটি ব্যাংক হিসাবের মাধ্যমে করেন। এ জন্য আইএফআইসি ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। এই অর্থ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের কাছে দেয়া হবে। তাঁরা সেটি ব্যবসায়ীদের বিতরণ করবেন।

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল, সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০৯৪০৬৬০৩১

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ