28 C
আবহাওয়া
৯:৪২ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৫
Bnanews24.com
Home » যুদ্ধের অজুহাতে পণ্যের মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

যুদ্ধের অজুহাতে পণ্যের মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

যুদ্ধের অজুহাতে পণ্যের মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: করোনা কিংবা কোনো যুদ্ধের অজুহাতে পণ্যের মূল্য ইচ্ছাকৃতভাবে বাড়ালে, সংকট না থাকলেও সংকট সৃষ্টি করলে সেই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, সরকার পণ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। একইসাথে যেসব অসাধু ব্যবসায়ীরা কোনো দুর্যোগ-দুর্বিপাকের সুযোগে পণ্যের মূল্য বাড়িয়ে দেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কারণ কোনো দুর্যোগের সুযোগ নিয়ে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়া কোনো সৎ ব্যবসায়ীর কাজ নয়।

মির্জা ফখরুল বলছেন দেশে না কি নীরব দুর্ভিক্ষ চলছে, এটি তিনি কোথায় অনুসন্ধান করে পেলেন সে প্রশ্ন তোলেন ড. হাছান মাহমুদ। বলেন, আজকে বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। সন্ধ্যার পরে বা ভর দুপুরে ঢাকা বা অন্য শহরের অলিতে গলিতে কিংবা গ্রাম গ্রামান্তরে ‘মা আমাকে একটু বাসি ভাত দাও’ ডাক শোনা যায় না। কারণ বাসি ভাতের সমস্যা আমাদের নেই। কাউকে এক মুট চাল ভিক্ষা দেবেন, সেই দিনও চলে গেছে। অর্থাৎ বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে নেই।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সমস্ত মানুষ আগের তুলনায় ভালো আছে বরং মির্জা ফখরুল সাহেবরা যখন ক্ষমতায় ছিলেন তখন সারের দাবিতে যখন মানুষ বিক্ষোভ করছে। তাদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। মানুষ না খেয়ে মারা গেছে। শুধু যারা ক্ষমতায় ছিলেন তাদের উন্নয়ন হয়েছে। আজকে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।

ড. হাছান বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন দেশের মানুষের মাথাপিছু আয় ছিলো ৬শ’ ডলার আর এখন প্রায় ২ হাজার ৬শ’ ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মানুষের মাথাপিছু আয় গত ১৩ বছরে সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে, নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে নারী দিবসের এ অনুষ্ঠানে ডাকসু’র প্রথম নারী সহ-সভাপতি মাহফুজা খানমকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ