30 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » টার্গেটবল প্রতিযোগিতার উদ্বোধন

টার্গেটবল প্রতিযোগিতার উদ্বোধন

টার্গেটবল প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশন আয়োজিত শহীদ আহসানউল্লাহ মাস্টার জাতীয় টার্গেটবল প্রতিযোগিতা-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

সোমবার(৭ ফেব্রুয়ারি): রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আখতারুজ্জামান খান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

 

প্রতিমন্ত্রী বলেন, অল্প সময়ে শুরু হলেও খেলাটি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। আমি আশা করি ভবিষ্যতে এটি আরো বিকশিত হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনা বাড়লে রাষ্ট্রীয় পৃষ্ঠাপোষকতা পেতেও সহজ হবে।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়াবান্ধব। তিনি সবসময় সকল ধরনের খেলাকে উৎসাহিত করে থাকেন।

উল্লেখ্য যে, ১২টি পুরুষ ও ১২ মহিলা দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট আগামীকাল শেষ হবে।

বিএনএ নিউজ ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ