26 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » মার্কিন কংগ্রেসে হামলা, আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

মার্কিন কংগ্রেসে হামলা, আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

মার্কিন কংগ্রেসে হামলা, আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

বিএনএ,বিশ্ব ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দাঙ্গায় আহত ব্রিয়ান সিকনিক নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এই  দাঙ্গায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর এসেছে। বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে  মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি।

পুলিশের বিবৃতিতে বলা হয়,সিকনিক বুধবার দাঙ্গার সময় দায়িত্বপালন করছিলেন এবং নিরাপত্তাকর্মীদের ওপর বিক্ষোভকারীদের হামলার সময় মারামারিতে আহত হন।সেখান থেকে বিভাগীয় কার্যালয়ে ফেরার পর  ‍অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়।স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে বৃহস্পতিবার(৮ জানুয়ারি) সকালের দিকেই সিকনিকের মৃত্যুর খবর প্রচার করা হয়। কিন্তু তিনি তখনও জীবিত ছিলেন বলে জানায় পুলিশ।

এছাড়া আসলি ব্যাবিট নামে মার্কিন বিমান বাহিনীর সাবেক এক নারী কর্মকর্তাও নিহত হয়েছেন। তিনি ট্রাম্পের সমর্থনে ক্যাপিটলের দাঙ্গায় অংশ নিয়েছিলেন।বিমান বাহিনীর হয়ে দুইবার আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করেছেন ব্যাবিট। সেখান থেকে ফেরার পর  কুয়েত ও কাতারে ন্যাশনাল গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

স্থানীয় সময় গত বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন নির্বাচিত প্রেসিডেন্টের জো বাইডেনের বিজয়কে স্বীকৃতি দিতে যাচ্ছিল, তখন নির্বাচনী ফলের বিরুদ্ধে লড়াই করতে সমর্থকদের উৎসাহিত করেন ডোনাল্ড ট্রাম্প। এর পরেই এই দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়।

এদিকে, এমন এক সময় এই পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর আসলো, যখন সহিংসতা উসকে দেয়ায় ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের দাবি তুলেছেন ডেমোক্র্যাটদলীয় কর্মকর্তারা।প্রেসিডেন্টকে তার পদে অযোগ্য ঘোষণা করতে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি।আর তা কার্যকর করা না হলে বিকল্প হিসেবে প্রেসিডেন্টকে অভিশংসন প্রক্রিয়া শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। চারদিক থেকে চাপ আসার পর এই জঘন্য হামলার নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ